দিরাই প্রতিনিধি ::
দিরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির আহমদ গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করছেন। বৃহ¯পতিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, আমার উপর প্রজাতন্ত্রের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে সচেষ্ট থাকবো। এলাকার গরীব অসহায় জনগণের সেবা করতে আন্তরিকতার সাথে কাজ করবো। আপনারা আমাকে ও আমার সহকর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সুপরামর্শ ও বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের কাজে প্রেরণা যোগাবে। মানুষের সেবা করাই পুলিশের আসল কাজ। আপনাদের পরামর্শ আমরা সবসময় প্রত্যাশা করি।
এসময় বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাবেক সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, সাবেক সহ সভাপতি হেলাল মাহমুদ, সদস্য সচিব মুজাহিদ সর্দার, সদস্য আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন। উপস্থিত ছিলেন সাংবাদিক প্রশান্ত সাগর দাস, জাকারিয়া হোসেন জোসেফ, হিল্লোল পুরকায়স্থ, দিপু বণিক, জীবন দাস, রোকনুজ্জামান প্রমুখ।