শাল্লা প্রতিনিধি ::
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাল্লা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ডিসেম্বর) উপজেলা পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার আয়োজনে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক তরুণ কান্তি দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ স¤পাদক নির্বাচিত করে ৫১সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মহিতোষ দাশ, সহ সভাপতি রঞ্জন কুমার বৈষ্ণব, সুব্রত কুমার দাশ, সাংগঠনিক স¤পাদক তাপস রঞ্জন দাশ ও মহিলা বিষয়ক স¤পাদক চ¤পা তালুকদার।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। সম্মেলনের উদ্বোধন করেন গিরিধর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপেন্দ্র কুমার দাশ। বেলা ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও শিক্ষক সুব্রত কুমার দাশ ও চ¤পা তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ স¤পাদক বিমল বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি কলি তালুকদার আরতি, যুগ্ম স¤পাদক চন্দন দাশ, চঞ্চল কুমার লোহ, সাংগঠনিক স¤পাদক রাধা কান্ত সূত্রধর, গ্রন্থনা ও প্রকাশনা স¤পাদক বিধান চন্দ্র দাশ ও মহিলা বিষয়ক স¤পাদক রূপালী সোম প¤পা, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, শিক্ষক অনাদি তালুকদার, সদর ইউপির সদস্য সচিব সন্দীপন তালুকদার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন। এরপূর্বে স্থানীয় শিশু শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও ভজন সঙ্গীত পরিবেশ করা হয়।