স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম মেরুয়াখলা জামেয়া ডা. হাসান জাহেরা নূরানী হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম এবং পরিচালক মাও. হারুনুর রশিদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুর ১২টায় এলাকাবাসীর উদ্যোগে ইসলামপুর চৌরাস্তা পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ নভেম্বর ৪টায় নূরানী হিফজুল কোরআন মাদ্রাসার মাঠে কয়েকজন শিক্ষার্থী ক্রিকেট খেলছিল। খেলার সময় বলটি ধানী জমিতে পড়লে শিক্ষার্থীরা নিয়ে আসছিল। এ সময় জমির মালিক শহীদুল্লাহ ও তার ছেলেরা শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। অকথ্য ভাষায় গালমন্দের পর ওই লোক আবার মুহতামিম ও পরিচালক মাওলানা হারুনুর রশিদকে ডেকে এনে ধানের ক্ষতি হওয়ার বিষয়ে নালিশ দেন। তখন শিক্ষক বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। এরপর সন্ধ্যা ৬টায় বাড়িতে গিয়ে মাওলানা হারুন রশিদের উপর হামলা চালায় শহীদুল্লাহ গংরা। হামলায় গুরুতর আহত হন মাওলানা হারুন রশিদ। এই ঘটনার পর বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়। ১০ ডিসেম্বর মামলা এফআইআর করার পর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়া ও জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় পালিয়ে থাকা অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মো. আব্দুল লতিফ, হাফেজ মাওলানা নুরে আলম, হাফেজ ফয়েজ উদ্দিন, হাফেজ সোহেল আহমদ, মো. তাজুল ইসলাম, মো. খলিল মিয়া, আহত শিক্ষক হারুনুর রশিদের বড়মেয়ে তাওহিদা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আফছর উদ্দিন, মাসুম মিয়া, ফিরোজ মিয়া, সিরাজ মিয়া, আব্দুল হাই, সুরুজ মিয়া, আব্দুস ছামাদ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মরম আলী, মোস্তফা মিয়া, সিরাজুল ইসলাম, ফয়জুল মিয়া, মিরাজুল ইসলাম, ফয়েজ আহমদ প্রমুখ।