স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবসে প্রায় দুই শতাধিক দুঃস্থ লোকের মধ্যে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা এবং শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি। শুক্রবার সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পুরান লক্ষণশ্রী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীকে এই সেবা দেওয়া হয়।
বিজয়ের দিন শুক্রবার সকাল ৮টায় সুনামগঞ্জ ২৮ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুল হাসানের নেতৃত্বে বিজিবি’র মেডিকেল টিম গ্রামবাসীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদানসহ ওষুধ সামগ্রীও প্রদান করেন। পরে সকাল সাড়ে ৯টায় ২৮ বিজিবির অধিনায়ক লে.ক. মো. মাহবুবুবর রহমান দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শীতের শুরুতেই শীতবস্ত্র পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামবাসী।
গ্রামের প্রবীণ আব্দুল লতিফ বলেন, আমার খুব ভালো লাগছে বিজয়ের দিনে আমাদের দরিদ্র গ্রামে এসে দেশপ্রেমিক বিজিবি বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা এবং কম্বল বিতরণ করেছে। আমি গরিব গ্রামবাসীর পক্ষ থেকে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানাই।
সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লে.ক. মো. মাহবুবুর রহমান বলেন, বিজয়ের দিনে দুঃস্থ মানুষকে সেবা দিতে পেরে আমরা আনন্দ বোধ করছি। এই দুখি মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের মহান বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন। তাদের অনিঃশেষ রক্তঋণের বদলে আমরা বিজয় পেয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সাধ্যমতো গরিব মানুষকে বিজয়ের দিনে সেবা দিয়েছি। আমাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।