স্টাফ রিপোর্টার ::
ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা এনসিটিএফ এর সাবেক সাধারণ স¤পাদক তাজকিরা হক তাজিন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর গত ১ বছরের কার্যক্রম উপস্থাপন করা হয়। এরপর সকল সদস্যরা আগামী ১ বছরের জন্য কর্মপরিকল্পনা করেন। পরে আগামী ২ বছরের জন্য এনসিটিএফ জেলা কমিটি নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি পদে ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি নিশাত তাসনিম জিহান, সাধারণ স¤পাদক শেখ উম্মে মহুয়া, যুগ্ম-স¤পাদক শেখ মো. বখতিয়ার হিমেল, সাংগঠনিক স¤পাদক আহনাফ রাইয়ান রেইন, শিশু গবেষক (মেয়ে) তাসনিম কায়সার সিনথী, শিশু গবেষক (ছেলে) সৈয়দ ফাহিমুল ইমাদ, শিশু সাংবাদিক (মেয়ে) মারুফা মরিয়ম দিয়া, শিশু সাংবাদিক (ছেলে) মোয়াজ মাহমুদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) সাবরিনা সুলতানা দিয়া, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) সাহেদ হোসেন নাঈম নির্বাচিত হন।
এসময় জেলা কমিটির সাধারণ স¤পাদক ছামিয়া জান্নাত চৌধুরী বর্তমান কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা ভলান্টিয়ার শফিকুল ইসলাম ও প্রিয়াংকা কর প্রিয়া। অনুষ্ঠানে ইয়েস বিডি সদস্য ও এনসিটিএফ সদস্যরা উপস্থিত ছিলেন।