জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে পৌর ভবন প্রাঙ্গণে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর কামাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সুনামগঞ্জ জেলা ছাত্রীগের সহ-সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আদিল, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কামরান আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল গফুর, শিক্ষানুরাগী ও সমাজসেবক চৌধুরী মোহাম্মদ সিমন, যুক্তরাজ্য আ.লীগ নেতা তোয়েল মিয়া, ব্যবসায়ী সায়মন হোসেন, রাহী আহমদ, জুহের আহমদ ছৌধুরী, পৌর যুবলীগ নেতা ফুজেল মিয়া, গীতিকার শাহ আবদুল পরাণ প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউলশিল্পী প্রাণকৃষ্ণ, মধু ভান্ডারি, জুঁই সরকার, সংগীতা সুমা, তাছলিমা আক্তার, কুহিনুর আক্তার, জালালী সাদিয়া, নিরাময় রায়সহ অনেকে। অনুষ্ঠানে দেশের গান, বাউল গানসহ গ্রাম বাংলার জনপ্রিয় গান গেয়ে কয়েক হাজার দর্শক শ্রোতাকে মাতিয়ে তোলেন শিল্পীবৃন্দ।