স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে ১৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। জহিরুল ইসলাম (৩২) সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধরের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর দারুলহুদা মাদ্রাসার সামন থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করে। এ সময় জহিরুলের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়ের দিকনির্দেশনায় ১৯৫পিস ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জরিুহলকে গ্রেফতার করা হয়েছে।