সুনামকণ্ঠ ডেস্ক ::
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। শুক্রবার (১৬ ডিসেম্বর) শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ওইদিন সকালে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় পুলিশ সুপার এহসান শাহসহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত কয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পৌরসভার মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, আবু সুফিয়ান প্রমুখ।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।