জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী এনামুল হক এনাম যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এনামুল হক এনাম।
ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমরান আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রূপক কান্তি দে এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আবদুস শহিদ, নেছাওর মিয়া, শিক্ষক ফাহিমা বেগম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী আতিয়া জান্নাত মারিয়া ও গীতাপাঠ করেন শিক্ষক চম্পা রাণী দেব।
এ সময় শিক্ষানুরাগী আবুল খালিক, আবু আহমদ আবুল, জালাল মিয়া, শিক্ষক সাবিয়া সুলতানা, হৈমন্তী সূত্রধর, সুমী বেগম, হেপী রাণী রায়, আশিকুর রহমান, সোমা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া পৃথকভাবে সংবর্ধিত অতিথি এনামুল হক এনামকে সম্মাননা প্রদান করেন সেঞ্চুরি ক্রিকেট ক্লাবের ক্রিকেটাররা। এ সময় উপস্থিত ছিলেন সেঞ্চুরি ক্রিকেট ক্লাবের সভাপতি মারুফ মিয়া, সহ-সভাপতি মনির মিয়া, সাধারণ সম্পাদক মারুফ আহামদ, ক্রিকেটার সামাদ, আসাদ খান, তাহমিদ, নাহিদ, রাইয়ান, সাকিল, আলামিন, সুমন প্রমুখ।