স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২০ গ্রামের দুই শতাধিক কৃষক। হাওরে বাঁধ নির্মাণ না হলে তারা আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেন তারা। এর আগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কৃষক মোস্তাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাড. মহসিন রেজা মানিক, আইনাল হক, আবুল কালাম, নান্টু তালুকদার, মঞ্জু তালুকদার, ঝন্টু তালুকদার, তোফাজ্জল হোসেন, মাহবুব মিয়া, আব্দুল বারিক, সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান রুবেল, আবুল হোসেন মনু, বকুল মিয়া, আইরিন আক্তার, রফিকুল ইসলাম, ইমানুম মিয়া, কামাল হোসেন, হাবিবুর প্রমুখ।
মানববন্ধনে কৃষক তোফাজ্জল হোসেন বলেন, গত চার বছর ধরে বর্ধিত গুরমার হাওরে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু আমরা জানতে পারলাম এবছর এই বাঁধ নির্মাণ করা হবে না। বাঁধ নির্মাণ না হলে এই বাঁধ সংশ্লিষ্ট কয়েকটি হাওরের চার শত হেক্টরের অধিক বোরো জমি পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাবে। এতে করে ২০টি গ্রামের ত্রিশ হাজার মানুষের মানবেতর জীবনযাপন করতে হবে।
আরেক কৃষক মাহবুব মিয়া বলেন, কৃষক বাঁচা-মরার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। তাই আমরা কৃষকদের বাঁচা জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি কামনা করছি। এই বাঁধ নির্মাণ না হলে আমাদের ফসল তলিয়ে যাবে। তাই বাঁধ নির্মাণ না হলে আমরা আমরণ অনশন করবো।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র কাছে স্মারকলিপি দেয়া হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যাচাই-বাছাই করে পদক্ষেপ গ্রহণ করা হবে।