সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের বাৎসরিক সভা গত ২৯ নভেম্বর ইস্ট লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুজিবুল হক মনিরের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জুবায়ের আহমেদ হামজার পরিচালনায় এবং মোহাম্মদ জাবির আহমদের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভার কাজ শুরু হয়। সভায় সংগঠনের ক্যাশিয়ার বাৎসরিক রিপোর্ট উপস্থাপন করেন এবং ব্যাপক আলাপ-আলোচনার মধ্যদিয়ে সুনামগঞ্জ জেলা এডুকেশন সেন্টারের নামে জায়গা ক্রয় করার লক্ষে দশ লক্ষ টাকা বাংলাদেশে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এডুকেশন সেন্টারের মধ্যে থাকবে একটি হাফিজ খানা ও একটি লাইব্রেরি।
সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নাম ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী সভাপতি মুজিবুল হক মনি নতুন কমিটির নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি জুবায়ের আহমদ হামজা, সাধারণ স¤পাদক মুহাম্মদ নুরুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাবির আহমদ, সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি জিলানি খান, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মো. হারুন মিয়া, আখতার হোসেন, কবি সাইদুর রহমান, কবি শাহ শাফিনুর, আবুল কালাম, মো. গোলাব মিয়া, সৈয়দ গোলাব আলী, আবু হাসনাত, মনজুর আহমদ লাকি, সহ সাধারণ স¤পাদক জান্নাতুল ইসলাম বাবুল, সহ সাধারণ স¤পাদক শামিম আহমদ, মোস্তাক আহমদ, মো. সাইদ আহমদ বুলন, সাংগঠনিক স¤পাদক মো. আলিফ মিয়া ও আলকাছ মিয়া।
সংগঠনের বিদায়ী সভাপতি মুজিবুল হক মনিকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। – সংবাদ বিজ্ঞপ্তি