স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পূবালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে সুনামগঞ্জ জেলার আলেম ওলামাদের নিয়ে ইসলামী ব্যাংকিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রমিজবিপণিস্থ পূবালী ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে জেলার শীর্ষ আলেম ওলামারা উপস্থিত ছিলেন। তারা কোরআন ও হাসিদের আলোকে ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনা করেন।
পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার আব্দুল বারেকের সভাপতিত্বে ও সুনামগঞ্জ ব্রাঞ্চের ইসলামী ব্যাংকিং শাখার ম্যানেজার মো. আমিনুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে আলেমদের মধ্যে বক্তব্য দেন ষোলঘর দ্বীনি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলীনূর, হাফিজ আতাউর রহমান লস্কর, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।