স্টাফ রিপোর্টার ::
দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর স¤পাদক লিটন সরকার, অ্যাডভোকেট পঙ্কজ তালুকদার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত গণসমাবেশের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নোমান বখত পলিনের নির্দেশে রাজপথে অবস্থান নিয়েছি। জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে প্রতিটা পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নিয়ে পাহারা দিচ্ছি। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে নৈরাজ্য থেকে রক্ষা করতে আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা আজ ঐক্যবদ্ধ।