শান্তিগঞ্জ প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দেশের মানুষের আস্থা ভরসার প্রতীক আওয়ামী লীগ। আওয়ামী লীগের মাধ্যমে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ উপকৃত হচ্ছে। বর্তমানে শেখ হাসিনার সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা দেশবিরোধী, উন্নয়নবিরোধী। মন্ত্রী দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী এ সকল ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শান্তিগঞ্জ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ স¤পাদকের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। যারা এই অগ্রযাত্রা থামাতে চায়, দেশে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায় তাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে হবে। তাদের প্রতিহত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমার বিশ্বাস দেশের মানুষ উন্নয়নবিরোধী এই অপশক্তিতে রুখে দিয়ে আগামীতেও আওয়ামী লীগ সরকারে আস্থা রাখবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ফয়জুল করিমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ স¤পাদক হাসনাত হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয় সহ-সভাপতি হাজী তহুর আলী, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, সমুজ আলী, আসাদুর রহমান আসাদ, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন প্রমুখ।