স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী-রতনপুর রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন করেছেন ইউপি চেয়ারম্যান হাজী মো. আলী হায়দার। রোববার সকালে মাটি ভরাট কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সদস্য মো. শাহজাহান খন্দকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের আওতায় ইউনিয়নের হতদরিদ্র লোকদের মাধ্যমে নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ এক যুগ ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী। ইউপি চেয়ারম্যান হাজী মো. আলী হায়দার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে রাস্তাটি সংস্কার করবেন। তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন।