স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা। পরে মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ জেলার ফসলরক্ষা বাঁধ নির্মাণ পরিস্থিতি, অতীত সময়ে হাওর ডুবি এবং ক্ষয়ক্ষতি বিষয়ে আলোচনা করেন। এছাড়া চলমান ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজের জন্য দ্রুত পিআইসি গঠন ও বাঁধ নির্মাণকাজ নির্ধারিত সময়ে শুরুর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, দপ্তর স¤পাদক প্রভাষক দুলাল মিয়া, সিনিয়র সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ-সভাপতি চন্দন কুমার রায়, সদস্য রবীন্দ্র চন্দ্র দেব, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, হাওর বাঁচাও আন্দোলনের সদস্য অরুণ দে, মো. এরশাদ আলী, তসকির আলী, মো. জামাল উদ্দিন, সাংবাদিক শামছুল কাদির মিসবাহ প্রমুখ।