স্টাফ রিপোর্টার ::
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ প্রতিরোধে রাজপথে সরব হয়ে ওঠেছে আওয়ামী লীগ। লাঠি হাতে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও জামায়াতকে প্রতিরোধের জানান দেন নেতাকর্মীরা। মিছিলে তারা বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে স্লোগান দেন।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। শহরের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাংগঠনিক স¤পাদক শংকর চন্দ্র দাস, মানবস¤পদ বিষযক স¤পাদক সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অমল কর, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর কান্তি দে প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আবার দেশে জ্বালাও-পোড়াও শুরুর পরিকল্পনা করছে। তারা মানুষ হত্যার রাজনীতি আবার শুরু করতে চায়। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিহত করা হবে। মানুষ বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য আর দেখতে চায় না। মানুষ শান্তি চায়। বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে আছি। বক্তারা আরও বলেন, বিএনপি-জামায়াতের যেকোনও সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙা জবাব রাজপথে দেওয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে আগুন সন্ত্রাসীদের মোকাবিলা করবে।
অপরদিকে, শনিবার বেলা ৩টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পরে স্থানীয় শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম স¤পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, অ্যাডভাকেট নান্টু রায়, সাংগঠনিক স¤পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, অর্থ স¤পাদক ইশতিয়াক শামীম, সুবীর তালুকদার বাপ্টু, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, সামিনা চৌধুরী মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।