সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক নেপাল চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দুলাল মিয়া এবং সোনালী ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ শাখার অফিসার মো. ইফতেখার বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সাফল্য অর্জন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য অধিকার আইন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়াও গুজব, অপপ্রচার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং তৃণমূল পর্যায়ের প্রায় দেড়শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। – সংবাদ বিজ্ঞপ্তি