তাহিরপুর প্রতিনিধি ::
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা শাখার অভিযানে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, মূল্যতালিকা না থাকা ও ভেজালপণ্য বিক্রি করার দায়ে ৪ দোকানিকে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ও র্যাব ৯ সিলেটের সিপিসি ৩ সুনামগঞ্জের ডিএডি সেলিম আহমেদ ও ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জের অফিস সহায়ক বিধান দেবনাথের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় বাদাঘাট বাজারের ভাই ভাই স্টোরকে ৮ হাজার, একতা স্টোরকে ৭ হাজার, দিগন্ত মেগা শপকে ৫ হাজার ও মনির স্টোরকে ৩০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য পর্যায়ক্রমে উপজেলার সবগুলো বাজারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।