স্টাফ রিপোর্টার ::
ঢাকার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলা ও কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। বৃহ¯পতিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আলফাত স্কয়ারের দিকে অগ্রসর হলে কামারখাল ব্রিজ এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় বাধাস্থলেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, সেলিম উদ্দিন আহমদ, দপ্তর স¤পাদক জামাল উদ্দিন বাকের, যুগ্ম স¤পাদক নূর হোসেন, জেলা বিএনপি নেতা ভাস্কর রায়, নূরুল আলম, সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম, শাজাহান মিয়া প্রমুখ।