স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে ধান কাটার মেশিনের (কম্বাইন্ড হারভেস্টর) চাপায় জুনাইদ মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সুবিধপুর গ্রামের হাওরে দুর্ঘটনাটি ঘটে। জুনাইদ ইছাগাঁও গ্রামের জুনু মিয়ার ছেলে এবং সুবিধপুর নূরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় সুবিধপুর গ্রামের হাওরে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটার কাজ চলছিল। এসময় জুনাইদ ধান কাটা দেখতে যায়। এক পর্যায়ে কম্বাইন্ড হারভেস্টার পেছন দিকে ঘোরাতে গেলে মেশিনের নিচে চাপা পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।