স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে স্থানীয় এক সচেতন ব্যক্তির তৎপরতায় বাল্য বিয়ে বন্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকায় বরের অপেক্ষায় কনে সেজে বসেছিল কিশোরী। কনের বাড়িতেও চলছিল বিয়ের সব আয়োজন। এরই মধ্যে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বাল্যবিবাহের বিষয়টি জানান। পরে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে।
জগন্নাথপুর থানার এসআই অলক দাস বলেন, ৯৯৯ থেকে আসা ফোনে বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেছেন তিনি। সেই সঙ্গে দুই পরিবারের সদস্যদের বাল্যবিবাহের কুফল স¤পর্কে জানানো হয়। পরে উভয় পরিবারের অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।
জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর সুহেল মিয়া বলেন, ছেলে ও মেয়ে উভয়ের পরিবার অত্যন্ত দরিদ্র ও অসচেতন। বাল্যবিবাহের বিষয়টি বুঝিয়ে বলার পর তা বন্ধ করা হয়েছে।