স্টাফ রিপোর্টার ::
তিন বার পরিবর্তনের পর আগামী ২০ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এই তারিখ আবার পরিবর্তন হবে কি-না এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন সাফ জানিয়ে দিয়েছেন- নির্ধারিত ২০ ডিসেম্বরই সুনামগঞ্জ জেলা আ.লীগের সম্মেলন হবে। এই তারিখ আর পরিবর্তন করা হবে না।
দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ জেলা আ.লীগের সম্মেলনের তারিখ নভেম্বর মাসে তিনবার পরিবর্তন করা হয়। সর্বশেষ চতুর্থ দফায় তারিখ নির্ধারণ করা হয় আগামী ২০ ডিসেম্বর।
এদিকে, তারিখ নির্ধারণ হওয়ায় সম্মেলন আয়োজনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে জেলা আওয়ামী লীগ। এছাড়া যে ইউনিটগুলোতে সম্মেলন হয়নি, সেই ইউনিটগুলোতেও সম্মেলন আয়োজন করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, আগামী ২০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমানের সঙ্গে কথা বলে আমরা ২০ ডিসেম্বরের আগেই কয়েকটি উপজেলায় সম্মেলন করার চেষ্টা করবো।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, আগামী ২০ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হবেই। ইতোমধ্যে সম্মেলন সফলের জন্য জেলা আ.লীগ নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।