স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভায় ডিজিটাল ট্রেড লাইসেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করলেন পৌর মেয়র নাদের বখত। মঙ্গলবার বিকেলে পৌরসভা কার্যালয়ে এর উদ্বোধন করেন তিনি।
এ সময় পৌর মেয়র নাদের বখত বলেন, ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস। সুন্দর এই দিনে ডিজিটাল ট্রেড লাইসেন্স কার্যক্রম উদ্বোধন হলো। ব্যবসায় ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর মাধ্যমে সেবার খাত আরও উন্নত ও প্রসারিত হবে।
মেয়র নাদের বখত বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সাথে যুক্ত হতে অন্যান্য অফিসের মতো পৌরসভার সেবাখাতগুলোও ডিজিটালের আওতায় নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে পৌরসভার সবগুলো সেবা খাতকে ডিজিটাল করা হবে।
এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দে, সমাজ উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন প্রমুখ।