স্টাফ রিপোর্টার ::
মরমী কবি হাসন রাজার শততম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ, হাসন রাজার প্রপৌত্র ও হাসন রাজা পরিষদের সভাপতি সামারীন দেওয়ান, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, প্রপ্রপৌত্র ও হাসান রাজা পরিষদের সাধারণ স¤পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা, যুগ্ম সাধারণ স¤পাদক সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক আশিকুর রহমান পীর, দিলাল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯২২ সালের ৬ ডিসেম্বর ইন্তেকাল করেন মরমী এই কবি। হাসন রাজা ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগনায় জন্ম গ্রহণ করেন।