1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বিতর্ক প্রতিযোগিতা : ঘুঙ্গিয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বিতর্ক প্রতিযোগিতা : ঘুঙ্গিয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হয়েছে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয়েছে উত্তর শশারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার দুপুরে গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে চূড়ান্তপর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘যুক্তি হোক মুক্তির হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে ‘গ্রামই শান্তির নীড়’ প্রতিপাদ্য বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে এর বিপক্ষে প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার আটগাঁও ইউপির উত্তর শশারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল রাউন্ডে উভয় দলের ৪জন করে প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিপাদ্য বিষয়ের উপর দু’টি দলের যুক্তি খ-নে বিচারক ম-লী ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে বিজয়ী ঘোষণা করেন। শ্রেষ্ঠ বক্তার খ্যাতি অর্জন করে বিজয়ী দলের গ্রুপ লিডার সৌভিক দাশ শাওন।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও মডারেটর সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা রিসোর্স কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগের মধ্যে এটি একটি অন্যতম উদ্যোগ। বিতর্ক প্রতিযোগিতার আয়োজনটি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন বক্তারা।
উল্লেখ্য, এই প্রথম শাল্লা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গত ৩০ অক্টোবর থেকে ইউনিয়ন পর্যায় পর্ব শেষে ৫ নভেম্বর (রবিবার) ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শেষ হয়। বিজয়ী দলের হাতে আগামী ১৬ ডিসেম্বর পুরস্কার তোলে দেওয়ার ঘোষণা দেন বিচারকম-লী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com