স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু কনফারেন্স হলে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলা, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলী মর্তুজা, রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আ.লীগের দপ্তর স¤পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংগঠনিক স¤পাদক আলমগীর খোকন, যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ কৃষি ও সমবায় স¤পাদক হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দপ্তর স¤পাদক রুকন উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহীদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত প্রমুখ।