স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামে নিজের ক্রয়কৃত জমির ভাগ নেয়াকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হন ভরত চন্দ্র তালুকদার ও তার স্বজনেরা। পর্যায়ক্রমে ৯ পরিবারকে সমাজচ্যুত করে গ্রামের মাতব্বররা।
গত ২৯ ডিসেম্বর দৈনিক সুনামকণ্ঠে ‘মাতব্বরদের ভয়ে গ্রামছাড়া ‘সমাজচ্যুত’ ৯ পরিবার’ শিরোনামে সংবাদ ছাপা হয়। পরে গত ২ ডিসেম্বর জামালগঞ্জ থানায় পুনরায় মামলা গ্রহণ করে এবং মামলা এফআইআর করে আসামি গ্রেফতারে অভিযান শুরু করে থানা পুলিশ।
জানা যায়, এই ঘটনায় ইতিপূর্বে আরেকটি মামলা নিয়ে গেলেও তেমন গুরুত্ব দেয়নি থানা পুলিশ। তখন পুলিশ বলেছিল, ডিসেম্বরে কারো কোনো মামলা নেয়া যাবে না। কারণ থানায় অনেক বেশি মামলা হয়েছে। ২ ডিসেম্বর দায়ের করা জামালগঞ্জ থানার মামলা নং- ০২, তারিখ-০২.১২.২০২২খ্রিস্টাব্দ পেনাল কোড রুজু করা হয়।
ভুক্তভোগী সুমিত্রা রানী তালুকদার বলেন, আসামিদের অত্যাচারে আমরা গ্রাম ছাড়া হয়েছি। গত পরশু আসামি ধরতে এলাকায় পুলিশ আসায় আমাদের বাড়ির দুইজন পাহারাদারকে মারপিট করে মাতব্বরের লোকজন। এখন তারাও বাড়ি ছেড়ে চলে গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ বলেন, আমরা পুলিশ নিয়ে এলাকায় গিয়ে আসামি খুঁজে বেড়াচ্ছি। সকল আসামি পলাতক রয়েছে।