স্টাফ রিপোর্টার ::
সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে জব্দকৃত ১২ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করেছে সুনামগঞ্জ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। রবিবার সকালে বিজিবি সুনামগঞ্জ দপ্তর প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪৫,৬৮১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ১৭৩৭ বোতল বিয়ার, ৪৪৪.৮ কেজি গাঁজা, ৪,৬৬,৬৩৪ প্যাকেট বিভিন্ন প্রকার বিড়ি, ১,৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২.৫ কেজি তামাক পাতা।
সুনামগঞ্জ বিজিবি’র ব্যবস্থাপনায় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি। তিনি এসময় বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে। দেশের জন্য তাদের অবদান অনন্য। সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে বিজিবি সদস্যগণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকার রাস্তাঘাট ও ঘাঁটি উন্নয়নে সরকার কাজ করছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকার উন্নয়নে প্রকল্প গ্রহণ করে নিয়ে আসলে প্রকল্প অনুমোদনের ব্যাপারে সবটুকু করার আশ^াস প্রদান করেন তিনি।
মন্ত্রী এমএ মান্নান আরও বলেন, মাদক দেশের যুব সমাজকে ধ্বংস করে। সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। বিপুল সংখ্যক মাদকদ্রব্য আটক করায় সুনামগঞ্জ বিজিবির প্রশংসা করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, সবার উদ্দেশ্য বাংলাদেশের কল্যাণ। তাই সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কাজ করতে হবে। এই মুহূর্তে আমরা একটু চাপে আছি, চাপ আস্তে আস্তে কমে আসছে। একটি মহল যায় চাপকে কাজে লাগিয়ে সরকার হঠাতে। তা কখনোই সম্ভবন নয়। এখন আমাদের মাঠ ভরা ধান, শাকসবজি আছে। আমাদের ফসল আমরা খাই, আগের মত বুলবুলি খায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কর্নেল জি এইচ এম সেলিম হাসান, সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুকন উদ্দিন কবির, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।