জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামের বাসিন্দা, ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী ইসলাম উদ্দিন রনি (৫২) আর নেই। তিনি গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শনিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রোববার (৪ ডিসেম্বর) হাবিবনগর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। সবার পরিচিতজন ইসলাম উদ্দিন রনির অকাল মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।