শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বন্যা পরবর্তী পুনর্বাসন উপলক্ষে ২৩ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৪৬টি ভেড়া বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে রুরাল প্রভার্টি ওয়েলফেয়ার সোসাইটি আরপিডব্লিউএসের আয়োজনে সদরপুর সংলগ্ন সংস্থার কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে ভেড়া বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, আরপিডব্লিউ এসের প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, কর্মী জাকারিয়া আহমদ, শিল্টু চন্দ্র দেব, কর্মসূচি সংগঠক মহামায়া বাগচী প্রমুখ।