তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজার ব্রিজ সংলগ্ন নদীর তীরে যাদুকাটা রিভার ভিউ নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাদ হোসাইন ও উপজেলা পরিষদের যৌথ অর্থায়নে প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে যাদুকাটা রিভার ভিউ নির্মাণকাজ হচ্ছে।
শনিবার বিকেলে দৃষ্টিনন্দন যাদুকাটা রিভার ভিউ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাদ হোসাইন, বালিজুরী ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল মিয়া, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ প্রমুখ।