স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী কুস্তিখেলার প্রথম দিনে তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলার কুস্তিগীরদের পরাজিত করে বিজয়ী হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। আজ রবিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে বিশ্বম্ভরপুর উপজেলার সঙ্গে সদর উপজেলার কুস্তিগীরদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কুস্তি প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার ৫০ জন কুস্তিগীর অংশ নিয়েছেন। জামালগঞ্জ উপজেলাকে পরাজিত করে বিশ্বম্ভরপুর উপজেলা বিজয়ী হয়েছে।
কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান হাওরাঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই খেলাকে বড়ো পরিসরে নিয়ে আসার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, আমাদের তারুণ্য শক্তিকে ধরে রাখতে হলে খেলাধুলা ও সৃজনশীল কাজের পরিবেশ দিতে হবে। তাহলে মূল্যবোধের অবক্ষয় থেকে রক্ষা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কুস্তি আয়োজক কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।