স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯ টা হতে বিকাল ৩টা পর্যন্ত অভিভাবক সদস্যদের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন প্রার্থী। এর মধ্যে নির্বাচিত হয়েছেন মো. নুরুল আমিন (প্রাপ্ত ভোট ২০৫), মো. জিল্লুর রহমান (প্রাপ্ত ভোট ১৬১)। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলী আকবর ফুটবল প্রতীকে ১৪২ ভোট ও মো. কবির উদ্দিন চেয়ার প্রতীকে ১৩১ ভোট পেয়েছেন।
এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- মোছা. আকলিমা আক্তার ও মোছা. নাছিমা আক্তার।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান মাস্টারের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিলন মিয়া ও এসআই শংকর প্রমুখ উপস্থিত ছিলেন।