স্টাফ রিপোর্টার ::
বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ পৌরসভা। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, বর্তমান অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার মজুমদার, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ স¤পাদক অ্যাড. মতিউর রহমান পীর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. চাঁন মিয়া, সাবেক সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ স¤পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤িপদক অ্যাড. রুহুল তুহিন।
জেলা উদীচীর সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাংবাদিক পংকজ দে, অ্যাড. খলিল রহমান, শিক্ষক সন্তোষ কুমার চন্দ, কাউন্সিলর সামিনা চৌধুরী মনি প্রমুখ।