স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে জলাশয়ে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের চান্দারগাঁও গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, চান্দারগাঁও-গোপালপুর গ্রামের প্রায় ৫০টি পরিবার সমন্বিতভাবে স্থানীয় জলাশয়ে মাছ চাষ করেন। সোমবার রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই জলাশয়ে বিষ ঢেলে দেয়। পরদিন সকালে জলাশয়ে মারা যাওয়া মাছ ভেসে ওঠে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।