স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে কৃষি প্রণোদনার আওতায় বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজন বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আ.লীগের দপ্তর স¤পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আ.লীগ নেতা মিলন তালুকদার প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলা জানান, ৩২০০ জনের মধ্যে জনপ্রতি উফসি ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমওপি সার, ১০ কেজি এমওপি সার, এছাড়া ৩০০০ জনকে হাইব্রিড ধানের জনপ্রতি ২ কেজি বীজ দেয়া হবে। উপজেলার মোট ৬ হাজার ২শত জন কৃষক এই সহায়তা পাবেন।