স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।
জানাযায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রতি মাসে ৮০০ জন হতদরিদ্র পুরুষ/মহিলা প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেতেন। চলতি মাসে ৩০ কেজি চালের বদলে অনেক উপকারভোগী দেড় থেকে দুই কেজি করে চাল কম পাওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ডিলার মুহিত চৌধুরী ও জয়নাল আবেদিনের বিরুদ্ধে। তারা বিষয়টি ইউপি চেয়াম্যান নিজাম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবগত করেছেন।
ইউনিয়নের টেন্ডেলপাড়া গ্রামের মাস্টার মিয়া বলেন, আমার ছেলেকে দিয়ে চাল আনিয়েছিলাম। চালের বস্তা দেখে সন্দেহ হলে চাল মেপে দেখি প্রায় দুই কেজি চাল কম আছে।
বাদাঘাট গ্রামের বকুল মিয়া বলেন, হুমায়ূনের চাল কম দেখে আমি ও আব্দুল হেলিম চাল মেপে দেখি সবারটিতেই চাল দেড় থেকে দুই কেজি করে ওজনে কম রয়েছে। পরে আমরা ডিলারের কাছে গিয়ে চাল কম দেয়ার বিষয়টি জানতে চাইলে তারা জানান, চাল অন্য জায়গায় নিয়ে ওজন করলেন কেনো। ঠিক আছে এখন চলে যান, পরে চাল পাঠিয়ে দিব।
বাদাঘাট ইউপি চেয়াম্যান নিজাম উদ্দিন বলেন, বেশ কয়েকজন উপকারভোগী চাল কম পাওয়ার বিষয়টি আমাকে জানিয়েছেন।
এ বিষয়ে ডিলার জয়নাল আবেদিন বলেন, কয়েকজনের চাল আমরা পূরণ করে দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স¤্রাট চাকমা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ডিলারদের ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছি এবং ডিলারদের সতর্ক করে দেয়া হয়েছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।