স্টাফ রিপোর্টার ::
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। সেই উন্মাদনার ঢেউ লেগেছে হাওর জেলা সুনামগঞ্জেও। বিভিন্ন দেশের সমর্থনকারীরা শুধু পতাকা টাঙিয়েই ক্ষান্ত হচ্ছে না। ব্যানার, বিলবোর্ড, ফেস্টুনে টাঙিয়ে প্রিয় দলের সমর্থন করে যাচ্ছেন। পাশাপাশি চলছে আনন্দ মিছিলও।
সুনামগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক তুলনামূলক বেশি। এই দুই দেশের খেলা এবং খেলোয়াড়দের নিয়েই ফুবলপ্রেমীদের মধ্যে জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা। তবে অন্যান্য দেশের ফুটবল ম্যাচ নিয়ে হচ্ছে নানা বিশ্লেষণ। এককথায় বিশ্বকাপ ফুটবলে বুঁদ হয়ে রয়েছেন সুনামগঞ্জের মানুষ। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও বিশ্বকাপ ফুটবল সাড়া জাগিয়েছে। চায়ের কাপ থেকে খেলার মাঠ, সামাজিক আচার অনুষ্ঠান, পরিবহন, হাটবাজার সর্বত্রই একই আলোচনা- কে নিচ্ছে এবার কাতারের বিশ^কাপ। ব্রাজিল নাকি আর্জেন্টিনা। নিজের সমর্থনের দল বিশ^কাপ নিবে এমন খোশগল্পে মেতে রয়েছেন সাপোর্টাররা।
শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের আর্জেন্টাইন সমর্থক জহিরুল ইসলাম বলেন, আমাদের গ্রামে আর্জেন্টিনার সমর্থক বেশি। তাই গ্রামের যুবকরা মিলে ৬০০ ফুট লম্বা পতাকা টাঙিয়েছেন। এবারের বিশ^কাপে আর্জেন্টিনা সবচেয়ে ফেভারিট। এই দলে সবচেয়ে বেশি তারকা খেলোয়াড় রয়েছে। রয়েছে মেসির মতো বিশ^সেরা খেলোয়াড়ও। এবারের বিশ^কাপ আর্জেন্টিনার হাতেই উঠবে।
একই গ্রামের ব্রাজিল সমর্থক সায়েদ হোসেন সবুজ বলেন, ব্রাজিল ৫ বার বিশ্বকাপ নিয়েছে। এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল। ব্রাজিলের দলে সবাই তারকা। আমার বিশ^াস এবারের বিশ্বকাপ ব্রাজিলের। আমরা ব্রাজিল সমর্থকরা খুবই উচ্ছ্বসিত।