স্টাফ রিপোর্টার ::
হাওর বাঁচাও সদর উপজেলার কুরবানগর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রবীণ মুরব্বী আশকর আলীর সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন সদর উপজেলার কমিটির সাধারণ স¤পাদক শহীদ নূর আহমেদ, জেলা কমিটির প্রচার স¤পাদক তৈয়বুর রহমান, কৃষক নেতা শওকত আলী, রুহুল মিয়া প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জহুর মিয়াকে সভাপতি ও পারভেজ মিয়াকে সাধারণ স¤পাদক করে আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেয়া হয়েছে।