স্টাফ রিপোর্টার ::
শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা কমিটির আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র দাসের সভাপতিত্বে ও শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও-এর সাধারণ সম্পাদক প্রেমধন সরকার পলাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে।
সভায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও-এর সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাস, লেখক ও গবেষক সুখেন্দু সেন, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও-এর নির্বাহী সদস্য রবীন্দ্র কুমার দে, উপদেষ্টা অরুণ কুমার দে, শ্রীশ্রী শ্মশান কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও-এর সুধাংশু কুমার গাঙ্গুলী, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও-এর সহ-সভাপতি স্মৃতিরতœ দাস, শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও-এর সহ সভাপতি ঝন্টু ভূষণ সরকার, সহ-সভাপতি অনিমেষ পাল ভানু, সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, মঞ্জু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন তালুকদার প্রমুখ।