স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে মোটরসাইকেল চাপায় জান্নাতুল বেগম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের অটোরিকসা চালক এরশাদুল ইসলাম মেয়ে ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্রী। শনিবার বিকেল সাড়ে তিনটায় বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট-মোল্লাপাড়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বাদাঘাট-মোল্লাপাড়া সড়কের সাথে কামড়াবন্দ গ্রাম। সড়কের পাশেই শিশুটির বাড়ি। শিশুটি নিজ বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করেই দৌড়ে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।