স্টাফ রিপোর্টার ::
শহরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হাছননগর এলাকার প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত ফয়েজ আহমেদ জানান, আমি বৃহ¯পতিবার সকাল ৯টার দিকে মোটরসাইকেলযোগে হাছননগরস্থ বাসা থেকে আমার মেয়েকে নিয়ে আদর্শ শিশু শিক্ষা নিকেতনে যাচ্ছিলাম। এ সময় প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারের সামনে থাকা স্পিডব্রেকারে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হই। এ সময় আমিসহ আমার মেয়ে ও স্ত্রী আহত হয়। আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। তিনি ক্ষোভের সাথে বলেন, এখানে দু’টি স্পিডব্রেকার স্থাপন করা হয়েছে কেন, তা বোধগম্য নয়। আমি মেয়র মহোদয়ের কাছে অনুরোধ জানাই যেন শহরের অপ্রয়োজনীয় স্পিডব্রেকারগুলো অপসারণ করা হয়।