ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলার একটি সেন্টারে ছাতক উপজেলা ও ছাতক পৌর আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। আরও বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চেয়ারম্যান ফজলুর রহমানের, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান গয়াছ আহমদ, পৌর যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র তাপস চৌধুরী, চেয়ারম্যান সুন্দর আলী, মুশাহিদ আলী, আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মাওলানা সৈয়দ আখতার আহমদ, রফিকুল ইসলাম কিরণ প্রমুখ।