স্টাফ রিপোর্টার ::
সম্মেলনের দুই দিন পর বুধবার দিরাই উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে রয়েছেন কামাল উদ্দিন ও সাধারণ স¤পাদক প্রদীপ রায়। প্রদীপ রায় আগের কমিটিতেও একই পদে ছিলেন।
গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনমঞ্চে দলের কেন্দ্রীয় কমিটির নেতা, সংসদ সদস্য ও জেলা নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে সেদিন নতুন কমিটি ঘোষিত হয়নি।
বুধবার জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ স¤পাদক এম এনামুল কবির স্বাক্ষরিত এক পত্রে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ স¤পাদকের নাম ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক নূরে আলম সিদ্দিকী জানান, সভাপতি ও সাধারণ স¤পাদককে দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করে জেলা কমিটির কাছে পাঠানোর কথা বলা হয়েছে।