স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আ.লীগের সাধারণ স¤পাদক অমল কান্তি কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিলন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর স¤পাদক রুকন উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি সদস্য মো. খলিলুর রহমান, জ্যোতিষ পাল, ইসমাইল মিয়া, আজিজ মিয়া, আলী নেওয়াজ, ওয়াহিদ আহমেদ, ইকবাল হোসেন, পারুল আক্তার, রুহেনা বেগম, মাহমুদা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।