স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বুধবার বিকেলে উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের তিনটি স্কুলের ১০৩ জন শিক্ষার্থীর হাতে তিনি স্কুলব্যাগ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, উপজেলা আ.লীগের সাধারণ স¤পাদক অমল কান্তি কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তাহিরপুর উপজেলা সভাপতি মিলন তালুকদার, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দপ্তর স¤পাদক রুকন উদ্দিন, ইউপি সদস্য মো. খলিলুর রহমান, জ্যোতিষ পাল, ইসমাইল মিয়া, আজিজ মিয়া, আলী নেওয়াজ, ওয়াহিদ আহমেদ, ইকবাল হোসেন, পারুল আক্তার, রুহেনা বেগম, মাহমুদা বেগম, যুবলীগ নেতা জাকেরীন প্রমুখ।