স্টাফ রিপোর্টার ::
লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড-এর উদ্যোগে কৃত্রিম প্রজনন কর্মী পোস্ট ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক খামারি, নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মী অংশগ্রহণ করেন।
ওয়াকর্শপে কৃত্রিম উপায়ে পশু পালন, খামার পদ্ধতি, উন্নত প্রজনন ব্যবস্থা সম্পর্কে ধারণা প্রধান করা হয়। তাছাড়া তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে জনসচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও আইডিই-এর প্রতিনিধি মো. আসাদুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. সুকুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার টেকনিক্যাল স্পেশালিস্ট মো. আতিকুর রহমান, মূলপ্রবন্ধ পাঠ করেন আইডিই এর ফিল্ড কো-অর্ডিনেটর পার্থ পাল, এলটিএল-এর শাহাদাত হোসাইন।
বক্তব্য রাখেন উদ্যোক্তা খামারি আব্দুল হান্নান, জেসমিন আক্তার, হাফিজ আলম, চন্দ্র দাস, রমজান আলী, মামুন প্রমুখ।