সুনামকণ্ঠ ডেস্ক ::
আগরতলা ষড়যন্ত্র মামলাসহ বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে গবেষণা করা প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সেগুলো জানাতে হবে।
বৃহ¯পতিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কর্নেল (অব.) শওকত আলীর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সঠিক ইতিহাসগুলো জানা না থাকলে একসময় দেশ থাকবে, সবকিছু থাকবে কিন্তু তরুণদের মনুষ্যত্ব থাকবে না। দেশের আবদান স¤পর্কে তারা জানবে না।
এম এ মান্নান বলেন, আমাদের খুব বেশি ইতিহাস নেই, যা অন্যান্য দেশের রয়েছে, শত শত বছরের। আমাদের নিজেদের ইতিহাস শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস। সেগুলো সবাইকে জানাতে হবে, না হলে তারা পথভ্রষ্ট হবে।
মুসপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, গোলাম মোস্তফা খান মিরাজ, মোবারক হোসেন সেলিম, ইউনুস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশ ও জাতির স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য কর্নেল (অব.) শওকত আলী চিরস্মরণীয় হয়ে থাকবেন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আন্দোলনে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।