স্টাফ রিপোর্টার ::
স্বপ্নের রাণীগঞ্জ সেতু দেখতে সোমবার সকাল থেকে মানুষের ঢল নামে। সিলেট বিভাগের সবচেয়ে বড় এই সেতুটি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর উপর নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করেন। সেতু উদ্বোধন উপলক্ষে রাণীগঞ্জে ছিল সাজসাজ রব। বর্ণিল সাজে সজ্জিত করা হয় রাণীগঞ্জ সেতু।
সরেজমিনে দেখা যায়, সেতুর আড়াই কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন হেঁটে হেঁটে দেখছেন। তরুণ-তরুণী-শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের ঢল নেমেছে। পুরো সেতু এলাকা ঘুরে ঘুরে দেখছে লোকজন। মুঠোফোনে ধারণ করা হচ্ছে ভিডিও, ছবি। অনেকে সেলফিও তুলছেন। কেউ বা লাইভ করছে।
সেতু দেখতে লাকি বেগম জানান, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে দীর্ঘ রাণীগঞ্জ সেতু। সেতুটি উদ্বোধনের লক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে। সেতু ঘুরে দেখে খুবই ভালো লেগেছে। আমরা এলাকাবাসী খুবই আনন্দিত।
তরুণ তোফায়েল আহমদ বলেন, আমরা পরিবারের সবাই সেতু দেখতে এসেছি। আজ আমাদের আনন্দের দিন। আমাদের মতো হাজারো মানুষ সেতু দেখতে ভিড় করেছেন।
সেতু নির্মাণকাজের প্রজেক্ট ম্যানেজার হারুন অর রশিদ বলেন, উদ্বোধনের পর গণপরিবহণ চলাচল করবে।